|
---|
নিজস্ব সংবাদদাতা : আবারও সুন্দরবন বাসির পাশে হুগলি জেলার নাবাবিয়া মিশন, এদিন দক্ষিণ ২৪পরগনার সুন্দরবন অঞ্চলের বাসন্তী থানার সোনাখালি চাঁদখালী গোসাবা থানার চন্ডিপুর গোসাবা ঘাট দাসপুর কোস্টাল অঞ্চল রাঙাবেলিয়া পাখিরা সজনেখালি ফরেস্ট অফিস এইসব যাওয়া হয় গত মাসের ১০- ১১ ই জুন ত্রাণ সামগ্রী নিয়ে মিশনের একটি প্রতিনিধি দল সুন্দরবনের বিভিন্ন থানার হব বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করে দুই হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী ৫৩০ নগদ দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় সেই সময় পরিদর্শন করে দেখা যায় যা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি এর হাজার গুণ আনলেও সমাধান করা যাবে না ওই মুহূর্তে এলাকার মানুষের কাছে কথা দিয়ে এসেছিল মিশনের সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবার আবারো আসবো এবং তারপর থেকে প্রতিদিন ১০০জন করে মানুষের খাবারের ব্যবস্থা করা হয় মিশনের ছাত্র ইঞ্জিনিয়ার পাঠরত বোরহান উদ্দিন সরদারের নেতৃত্বে এ কাজ গুলি চলে এবং নিয়মিত মানুষের কাছে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় মূলত নাবাবিয়া মিশন হুগলী জেলার খানাকুল থানা সহ বিভিন্ন থানা এবং কয়েকটি জেলায় পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কর্ণধার জিডি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের আর্থিক সহযোগিতায় ব্যক্তিদের সহযোগিতা নিয়ে এই সমস্ত কাজ করছিলেন সুন্দরবনের প্রথম পরিদর্শন পরে ওখানকার মানুষের করুণ দশা দেখে মন সেই সময় থেকেই পড়েছিল এদিন আবারো একটি প্রতিনিধি দল নিয়ে পরিদর্শন ও ৫০০০ মানুষের হাতে ২০০ টাকা করে তুলে দেয়া হয়, উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী শিল্পপতি সমাজসেবী এস এস আলম সাহেব ফুরফুরা দরবার শরীফের পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব হুগলি রুরাল পুলিশ সাব ইন্সপেক্টর শেখ আরিফুল আনোয়ার সাহেব সমাজসেবী সম্রাট শেখ জাহির উদ্দিন সাহেব স্বর্ণ ব্যবসায়ী ওসমান খান মোঃ কামরুজ্জামান মী দা হাফেজ আব্বাস মির্জা শেখ আবু জাফর এইচবি খান মনির উদ্দিন শেখ মুজিবুর রহমান সহ বিশিষ্টজনেরা মিশনের সাধারণ সম্পাদক শাহিদ আকবার জানান আমাদের রাজ্যের অভিভাবক মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় এলাকার মানুষের জন্য বহু সহযোগিতা করেছেন করছেন সরকারিভাবে খাদ্যের অভাব অনেকটাই মিটেছে বাড়ি ঘরদোর বল আস্তে আস্তে হচ্ছে আরো সহযোগিতার দরকার বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান পাশে দাঁড়াচ্ছে এই এলাকায় জিডি চ্যারিটেবল সোসাইটি আর্থিক সাহায্য এলাকার বিভিন্ন মানুষের মধ্য দিয়ে নিরবে করছেন আমরা আবারও এক সপ্তার মধ্যে ওই সমস্ত এলাকায় যাব এবং যাদের ঘরদোর এখনো সেই ভাবে রেডি করতে পারেননি তাদের পাশে এলাকার মানুষদের নিয়ে দাঁড়াবো এদিন সফরটি ছিল একপ্রকার চাঁদের হাট শিল্পপতি থেকে ব্যবসায়ী প্রশাসন থেকে শিক্ষাবিদ সকলেই উপস্থিত ছিলেন এস এস আলম সাহেব বলেন কয়েকদিনের মধ্যেই আমি পরিকল্পনা করে নিয়ে এলাকার মানুষের জন্য কি করতে পারি বা কি করব শুরু করে দেব বাকি সকলেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন সকলে ভাল থাকুন সুস্থ থাকুন নিজ নিজ প্রতিবেশীর প্রতি খেয়াল রাখুন মানবজাতির কল্যাণের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করুন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন সরকারি গাইডলাইন মেনে চলুন ছবি ও সংবাদ সংগ্রহ করেছেন দক্ষিণ ২৪পরগনা সুন্দরবন থেকে শেখ তামিম আহমেদ।