আবাসিক ছাত্রদের দুপুরের খাবার খাওয়ালো মেমারির স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

নূর আহমেদ : মেমারি, ২৯ সেপ্টেম্বর ২০২৪ মেমারির অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন বিগত চার বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ তথা অসহায় দুস্থ মানুষদের সহায়তা প্রদান এবং অভুক্ত অর্ধভুক্ত শিশুদের পুষ্টি যোগানে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করে চলেছে প্রায় প্রতি মাসে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রাক্কালে আজ মেমারি দু’নম্বর ব্লকের জাবুই গ্রামে অবস্থিত শান্তিকানন ওয়েলফেয়ার হোম এর প্রায় ১০০ জন ছাত্রদের দুপুরের খাবার প্রদানের কর্মসূচি গ্রহণ করে। শান্তিকানন ওয়েলফার হোম এ পৌঁছে মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সদস্যরা প্রথমেই হোমে থাকা আবাসিক ছাত্রদের হাতে টিফিন তুলে দেয়। এরপর শুরু হয় মিউজিক্যাল চেয়ার, ফুটবল খেলা প্রভৃতি ক্রীড়া মূলক অনুষ্ঠান। দুপুরে শুরু হয় ভোজন পর্ব। উপস্থিত ছাত্ররা সুন্দরভাবে বসে এদিন খাবার গ্রহণ করে। খাবারের পাতে ছিল ডাল, ভাত, আলু পোস্ত, মুরগির মাংস, চাটনি, পাঁপড় প্রভৃতি। ভোজন পর্ব শেষ হওয়ার পর শুরু হয় আবৃত্তি সংগীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ছাত্রদের পুরস্কৃত করা হয় এবং প্রত্যেক ছাত্রের হাতে একটি করে সুন্দর জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়। সবশেষে মেমারি প্রেস ক্লাবের সহায়তায় করা হয় বৃক্ষরোপণ। সংগঠন সম্পাদক শেখ সৈকত জানান আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন।