|
---|
নতুন গতি, কালিয়াচক: বিধানসভা নির্বাচনে জেতার পর করোনা পরিস্থিতিতে তখন কোনও বিজয় উৎসব অনুষ্ঠিত হয় নি। এবার সেই দিকটা ভেবে পবিত্র ইদের আগে মেগা ইফতার পার্টির আয়োজন করলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনি। যদিও বিধায়ক এই ইফতার মাহফিলের মাধ্যমে মিলন উৎসবের আয়োজন করেন। প্রায় ২ হাজার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যদিও পবিত্র ইদের আগে প্রারম্ভিব ইদ বলছেন বিধায়ক। তিনি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে জেতার পর করোনা পরিস্থিতিতে কোনও বিজয় উৎসব অনুষ্ঠিত হয় নি। সেই দিক থেকে একটা দিন সবাই মিলে কাটানোর জন্য এই উৎসবের আয়োজন। কালিয়াচক হাই স্কুল মাঠে আয়োজিত এই মেগা ইফতার মাহফিলে বিধায়ক তথা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি ছাড়াও হাজির ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, জেলা ইমাম জাহাঙ্গীর আলম, কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, যুব সভাপতি সারিউল সেখ প্রমুখ।
বিধায়ক আব্দুল গনি বলেন, ‘খুশির ইদের আগে এটি একটি মিলন উৎসব। আমরা সবাই মিলে এক হয়ে আনন্দ করলাম। পুনর্মিলন উৎসবও বটে। বিধায়ক হিসেবে জেতার পর কোনও বিজয় উৎসব করা সম্ভব হয় নি করোনা পরিস্থিতিতে। সেই দিক থেকে মিলন উৎসবের গুরুত্ব অনেক।’ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি বলেন, ‘গনি সাবেহের আয়োজনে বিপুল মানুষের উপস্থিততে মেগা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এত মানুষের উপস্থিতি, সত্যিই আনন্দের। একসঙ্গে সবাই মিলে দেখা-সাক্ষাৎ, খাওয়া-দাওয়া, মন ভরে গেল।’ তৃণমূল যুব নেতা সারিউল শেখ বলেন, ‘আমরা একসঙ্গে ২ হাজার মানুষের ইফতারের আয়োজন করেছি। শৃঙ্খলভাবে তা মিটেছে। এত মানুষের সমাগম, খুব ভাল লাগছে তাঁদের আপ্যায়িত করতে পেরে।’