তৃনমূলের প্রতিষ্ঠা দিবসে ৫০ হাজার টাকা দিয়ে আদিবাসী তীরন্দাজকে উৎসাহ সেখ আব্দুল লালনে, সংবর্ধনা শিক্ষাবিদকেও

মহিউদ্দীন আহমেদ: তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবসে সংবর্ধনা জানানো হলো গুনীজনদের। সেই সঙ্গে আদিবাসী ক্রীড়াবিদকে ৫০ হাজার টাকা দিয়ে উৎসাহ প্রদান করলো দল। শনিবার ২০২২ শের প্রথম দিন বর্তমান শাষকদলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে আউসগ্রাম ২ নং ব্লকের ভাল্কী মাচানে প্রতিষ্ঠা দিবস পালন করলো আউসগ্রাম ২ নং ব্লক তৃনমূল কংগ্রেস কমিটি। উপস্হিত ছিলেন স্হানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার, দলের ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ, কার্যকরী ব্লক সভাপতি দাতা সেখ লালন সহ অনান্য নেতৃত্ব। এদিন এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে দলের তরফে ৫ হাজার টাকা, তীরন্দাজ প্রতিযোগীতায় রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে খেলতা যাওয়া রিমি হেমরম ৫০ হাজার টাকা দেন আউসগ্রাম ২ নং ব্লক কার্যকরী সভাপতি দাতা সেখ আব্দুল লালন। তিনি বলেন, আমার এলাকার এক বোন ক্রীড়া জগতে জাতীয় স্তরে খেলতে যাবেন তাকে উৎসাহ যোগাতে ও ক্রীড়া সরঞ্জাম কেনার জন্য ৫০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছি।

    এছাড়াও পদ্মভূষন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় সহ অনান্য বিশিষ্টদের সম্মাননা জানানো হয় দলের তরফে। এদিন তৃনমূলের জন্ম দিবসে উদযাপন অনুষ্ঠানে ব্লকের দলের সমস্ত পদাধিকারী ও পার্টি কর্মী সমর্থকরা উপস্হিত ছিলেন।