আব্দুল মোতালিব হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো সুবর্ণ জয়ন্তী উৎসব।

এম.এ.সাত্তার,পাঁচলা : হাওড়া জেলার পাঁচলা থানার ধূনকি গ্রামে অবস্থিত আব্দুল মোতালিব হাই মাদ্রাসায় গত ২২ ও ২৩ শে ডিসেম্বর(রবিবার ও সোমবার) দুইদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব সাড়ম্বরে পালিত হলো।প্রথম দিন বিশ্বনবী দিবস উদযাপন উদ্বোধনী কেরাত পাঠের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। এদিন কেরাত, নাতে রাসুল (সঃ) বিশ্বনবীর জীবনাদর্শের উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক অমিত ঘোষ ও মারুফা খাতুন যুগ্মভাবে। দ্বিতীয় দিন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, এলাকার বুদ্ধিজীবী, সমাজসেবী, আগত বিশিষ্ট অতিথি বৃন্দকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনও ছাত্রছাত্রীরা শিক্ষামূলক সংস্কৃতিক অনুষ্ঠান ক্যুইজ পরিবেশন করেন।

    উক্ত অনুষ্ঠানে এক ঝাঁক অতিথিবৃন্দের গৌরবময় উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায়। স্বল্প পরিসরে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ ইয়ামিন ও সম্পাদক মেহেবুব আলম তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও এলাকার মানুষজনের সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটি সফলতা রূপ পায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঃআবুবক্কার মল্লিক ,পাঁচলা ব্লক উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সরদার, পাঁচলা থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম, প্রাক্তন সম্পাদক হামিজুদ্দিন মোল্লা, প্রাক্তন টিআইসি আখতার আলী মন্ডল, প্রাক্তন শিক্ষক মোশরফ হোসেন ,প্রাক্তন শিক্ষিকা মিনা শাবাব সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সম্পাদক মেহেবুব আলম।