মালদা জেলায় বিজেপির মুতুয়াদের সংগঠনে বড় সর ভাঙন ধরালেন অব্দুর রহিম বক্সি

মালদা: জেলা সভাপতির পদ পাওয়ার পরেই মালদা জেলায় বিজেপির মুতুয়াদের সংগঠনে বড় সর ভাঙন ধরালেন অব্দুর রহিম বক্সি। এদিন মালদহের বামন গোলা ব্লকের পাকুয়াহাট এলাকার মতুয়া সম্প্রদায়ের বিজেপির কৃষক সংগঠনের ব্লক সভাপতি সহ প্রায় ২ হাজার কর্মীর দিন তৃনমূলে যোগদান করেন। এদিন ওই এলাকার হরিচাঁদ গুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে ও যোগদান সভার আয়োজন করা হয়। এ দিল যোগদান সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্স সহ বনগাঁ বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি, মালদা জেলা যুব কংগ্রেসের সভাপতি চন্দনা সরকার এছাড়াও বামন গোলা ব্লকের ব্লক নেতৃত্ব সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন প্রথমে বামন গোলা ব্লকের পাকুয়াহাট এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে সকল জেলার নেতা কে সংবর্ধনা দেওয়ার পর। মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ গুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ এর ছবিতে নতমস্তকে প্রণাম জানান জেলা নেতৃত্ব। এর পরেই ওই মন্দির প্রাঙ্গণ একটি কমিউনিটি হলে ওই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়।এদিন মালদা জেলা এদিন ওই যোগদান সভা থেকে আগামী দিনে বামন গোলা ব্লকের যোগদানের পর আরও শক্তিশালী হলো বলে দাবি করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি বলেন, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের ভক্তদের নাগরিকত্ব নিয়ে ভুল বুঝিয়েছে মতুয়া সম্প্রদায়ের ভক্তরা এখন ভুল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করছে।

    নবনিযুক্ত সভাপতি আব্দুর রহিম বলেন, বামন গোলা ব্লক যেভাবে এদিন বিজেপির কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করেছেন এতে করে এই ব্লক আরও শক্তিশালী হলো আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজ হবে এলাকায়।