কুলতলিতে গনেশ চন্দ্র মন্ডল এর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী জনসভা

বাবলু হাসান লস্কর,দক্ষিণ চব্বিশ পরগনা: কুলতলিতে এলেন অভিষেক ব্যানার্জি, জনসভাকে সার্থক করতে কুলতলী বিধানসভার প্রতিটি প্রান্তে অগণিত মানুষ প্রখর রুদ্র কে উপেক্ষা করে দীর্ঘক্ষন সময় ধরে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অপেক্ষায় ছিলেন । আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখার জন্য এবং তিনি কীভাবে আসছেন তাও দেখার জন্য অতন্ত্র প্রহরীর মত মানুষ রৌদ্র কে উপেক্ষা করে জমায়েত হয়েছেন।

    কুলতলী সানকিজাহান মাঠে যেখানে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন দীর্ঘ সময় অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন 129 কুলতলি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল এর সমর্থনে সভা করলেন ।এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা st.sc.obc ছেলের সভাপতি বাপন নস্কর কুলতলী বিধানসভার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আবু বক্কার সরদার,শাহাদাত শেখ, অর্জুন কৃষ্ণ বায়েন অরুন নাড়ুয়া ,পিন্টু প্রধান একাধিক ব্যক্তিবর্গ দেখা মিলল কুলতলির তরুণ তুর্কি পার্থী গনেশ চন্দ্র মণ্ডল ।

    দীর্ঘ সময় ধরে প্রখর রুদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখবেন এবং তার বক্তব্য শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত যে বিষয়গুলির উপরে তিনি বললেন কুলতলিতে এসে যে কুলতলী বাসীদের কাছে আমরা উন্নয়ন দেখতে চাই আপনাদের আমরা আগামী তে রেশন বাড়িতে আমরা দেবো । কন্যাশ্রী আমরা দেব, কলারশিপ আমরা দেবো, সবুজ সাথী সাইকেল ,কারণ আগামী 6 তারিখে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে গনেশ চন্দ্র মন্ডলে কে ভোট দেবেন ।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন আগামী তারিখের পর আমরা আবার আসছি সরকারে ।মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অতন্ত্র প্রহরী সর্বদা আপনাদের সহযোগিতা করবেন এই বলে তিনি কুলতলী থেকে বিদায় নিলেন।