চাঁদা না দেওয়ায় আইনজীবীকে রাস্তায় ফেলে পেটাল মুহুরীলরা অভিযোগ অস্বীকার মুহুরীল সমিতি সভাপতির

 

    নতুন গতি,মালদা ৩১ জানুয়ারি: রেজিস্ট্রি অফিসে চেম্বার করে কাজ করতে হলে দিতে হবে চাঁদা। না হলে কাজ করতে দেওয়া হবে না। আর সেই চাঁদার পরিমাণ ছিল বেশ মোটা। দাবিমতো এই মোটা টাকা এলাকার রেজিস্ট্রি অফিসের মুহুরীল দের দিতে অস্বীকার করায় রাস্তায় ফেলে পেটানো হলো মালদহের চাঁচল আদালতের এক আইনজীবী কে।এমনকি তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘক্ষন একটি ঘরে আটকে রেখে সেখানেও প্রাণনাশ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা রেজিস্ট্রি অফিসে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকাজুড়ে। শনিবার চাঁচল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা গভীর রাতে এই ঘটনার কথা জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মুহুরীল দের বিরুদ্ধে।

    ঘটনায় প্রকাশ মাহিদুর রহমান নামক চাঁচল আদালতের এক আইনজীবী গত বৃহস্পতিবার তুলসিহাটা রেজিস্ট্রি অফিসে আসেন একটি জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজ করতে। জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে তিনি সেখান থেকে যখন বাড়ির দিকে রওনা দেন তখন ওই অফিসেরই মাইনুল হক সহ আরও কয়েকজন মুহুরীল তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন। কিন্তু আইনজীবী মাহিদুর বাবু ওই টাকা দিতে অস্বীকার করায় তাকে শ্বাস রোধ করার চেষ্টা করা হয় গলায় মাফলার জড়িয়ে। আরো অভিযোগ এমনকি তার সঙ্গে থাকা নগদ কুড়ি হাজার টাকা ছিনিয়ে নেন তারা। এবং হুমকি দেওয়া হয় এরপরে চাঁচল থেকে তুলসিহাটা এসে জমি রেজিস্ট্রি করতে গেলে তাকে মেরে ফেলা হবে।

    এ প্রসঙ্গে অ্যাডভোকেট মাহিদুর রহমান জানান আমি গত বৃহস্পতিবার ওখানে একটি জমি রেজিস্ট্রির সংক্রান্ত কাজে এসেছিলাম। রেজিস্ট্রি শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফেরায় তখন ওই অফিসেরই কয়েকজন মুহুরীল আমার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে।আমি তা দিতে অস্বীকার করায় আমাকে উপস্থিত কয়েকজন মিলে প্রচুর মারধর করে। আমার কাপড় চোপড় ধরে টানাটানি করে। আমার পকেটে থাকা নগদ কুড়ি হাজার টাকা ছিনিয়ে নেয়।এরপরে আমার গলায় মাফলার জড়িয়ে আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আজ হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করতে এসেছি।আশা করব পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

    এ প্রসঙ্গে চাঁচল বার অ্যাসোসিয়েশনের সদস্য চিনময় মিশ্র জানান খুব নিন্দনীয় ঘটনা। আমরা আমাদের অ্যাসোসিয়েশনের এক সদস্যের উপর এই হামলার তীব্র নিন্দা করছি। আজ আমরা হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম। চাঁচল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অভিযুক্ত মুহুরীল দের নামে অভিযোগ দায়ের করেছে।আমাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।

    এ প্রসঙ্গে তুলসিহাটা দলিল লেখক সমিতির সভাপতি সমর উপাধ্যায় জানালেন সেদিন তুলসিহাটা রেজিস্ট্রি অফিসে প্রচুর ভিড় ছিল। চাঁচল এর ওই উকিলবাবুর সঙ্গে আমাদের সদস্যদের হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কোন মারধর করে নি। চাঁচল এর উকিল বাবু দের সঙ্গেও আমাদের সম্পর্ক খুবই ভালো। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।

    এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান অভিযোগ পেয়েছি আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।