অভিনেতার জন্মদিনে চারাগাছ উপহার প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের

রহমতুল্লাহ, সাগরদিঘী : সোমবার বিশিষ্ট নাট্যবিদ ও অভিনেতা রবিন দত্তের জন্মদিন, সাগরদিঘীর শিব পলিক্লিনিকে অভিনেতার জন্মদিনে মাতলো। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্য ও বিশিষ্ট জনেরা,প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস, তামিজুদ্দিন মল্লিক সহ অন্যান্য সকলের উপস্থিতিতে কাটা হলো কেক। প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস জন্মদিনে বিশেষ উপহার হিসেবে অভিনেতা রবিন দত্তের হাতে চারাগাছ তুলে দেন। চারাগাছ উপহার পেয়ে অত্যন্ত আপ্লুত তিনি এবং সবুজায়নের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। সাগরদিঘী এস. এন.উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক বলেন “সঞ্জীবদের কাজ সমাজকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে, তাঁদের এই সবুজ বিপ্লব সত্যি অতুলনীয়। এই বিপ্লবের মধ্যে দিয়ে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অনেক সাহায্য করছে।