|
---|
নিজস্ব সংবাদদাতা :তিনি আজ তার ভাষনে জানান বিজেপীর অপশাসকেরা, আলিপুরদুয়ারের মা-ভাই-বোনেদের ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, সমস্যা সৃষ্টি করছে চা শ্রমিকদের পিএফ-এর ক্ষেত্রে। তাই, এবার লড়াই হবে আরো সংঘবদ্ধ আকারে, তীব্রতরভাবে যা দিল্লির মাটিকে কাঁপিয়ে দেবে।তিনি আরো জানান ১৬ এপ্রিল থেকে সকল বুথ সভাপতি, বুথে বুথে গিয়ে ১০০ দিনের কাজের ক্ষেত্রে যারা টাকা পাচ্ছেন না, তাঁদের থেকে চিঠি সংগ্রহ করবেন। তাঁদের চিঠি নিয়ে তিনি নিজেই দিল্লি গিয়ে প্রতিবাদ করবেন বলে জানান অভিষেক বন্দোপাধ্যায়।
তিনি আরো জানান স্বৈরাচারী শক্তির জন্য যদি আমার বাংলার মানুষ কষ্ট পায়, তাহলে জীবন দিতে রাজি কিন্তু বাংলার মানুষের মুখের হাসি মলিন হতে দেবো না আমি। তিনি আরো জানান নিজে দায়িত্ব নিয়ে দিল্লী থেকে একশো দিনের কাজের টাকা আনবেন। প্রয়োজন হলে সবাইকে নিজের খরচে তিনি দিল্লী নিয়ে যাবেন। বাংলা প্রমান করেছে তারা যেকোন কাজেই এক নম্বর তা সে একশো দিনের কাজই হোক বা কন্যাশ্রী। কিন্তুু বিজেপী সরকার তা মানতেই চাইছে না, তবে তিনি হাল ছেড়ে দিতে রাজী নন। দিল্লী গিয়ে বাংলার জন্য লড়াই করে বাংলার পাওনা নিয়ে আসবেন তিনি। এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে ছিলেন আলিপুরদুয়ার যুব তৃণমূল নেতৃত্ব এবং জলপাইগুড়ি এবং কোচবিহারের যুব তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক বন্দোপাধ্যায় কড়া ভাষায় বিজেপীকে আক্রমন করে জানান প্রতিবাদ করলেই সিবিআই এবং ইডির ভয় দেখাচ্ছে বিজেপী। কিন্তুু যারা অন্যায়ের প্রতিবাদ করে তারা কোনকিছুকেই ভয় পায় না।তাই আগামী লোকসভা নির্বাচনের আগে আমাদের একজোট হয়ে বিজেপীর বিরুদ্ধে লড়াই করতে হবে বলে জানান অভিষেক বন্দোপাধ্যায়।