আজ নাগরাকাটা বিধানসভায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন অভিষেক বন্দোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :আজ নাগরাকাটা বিধানসভায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করলেন অভিষেক বন্দোপাধ্যায়।তিনি জানালেন আমাদের বাংলা মায়ের এই বীর সন্তানের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে নিজেকে আজ গর্বিত বোধ করছি।

     

    এরপর তিনি সেখানকার মানুষের সঙ্গেও নানা বিষয়ে কথা বললেন। তাঁদের সঙ্গে তাদের নানান সমস্যা এবং আলাপচারিতায় বহু সুবিধা-অসুবিধার কথা জানতে শুনলেন।তিনি তাদের জানালেন তাঁদের সবরকম সাহায্য করার কথা দিয়েছি এবং আমি তাদের পাশে সবসময় থাকবো। অভিষেক বন্দোপাধ্যায় জানালেন এই সব জায়গাতে মানুষের একটা আলাদা ঐতিহ্য আছে।এখানকার মানুষ পরিশ্রমী এবং নির্ভিক তাই তাদের এইখানে বীরসা মুন্ডার মতন মানুষ এসেছেন।যাকে সারা বাংলাই আদর্শ বানিয়ে চলবে। অভিষকে বন্দোপাধ্যায় এদিন নাগরাকাটার আদিবাসী সম্প্রদায়ের সাথেও অনেকক্ষন কথা বলেন। সেখানেই তিনি দুপুরের খাবার খান বলে জানা গেছে।