কুণাল ঘোষের ‘উপন্যাস সমগ্র প্রথম খণ্ড’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইলিয়াস মল্লিক, কোলকাতা:তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের ‘উপন্যাস সমগ্র প্রথম খণ্ড’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে এক ঘরোয়া অনুষ্ঠানে।
তৃণমূলের প্রাক্তন সাংসদ ও লেখক-সাংবাদিক কুণালের লেখা পাঁচটি উপন্যাসের এই সংকলনের প্রথম সংখ্যাটি প্রকাশে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, লেখক কুণাল এবং আইনজীবী সঞ্জয় বসু।
প্রথম খণ্ডের উপন্যাস সমগ্রে যে পাঁচটি উপন্যাস রয়েছে, সেগুলি হল— পূজারিনী, শাস্তির পর, হে বান্ধবী, পথ হারাবো বলেই এবং তখনও সবটা বলিনি।
ঘরোয়া অনুষ্ঠানে বইয়ের প্রচ্ছদের ছবি সম্বলিত কেক কাটার মাধ্যমে মিষ্টিমুখ হয়। লেখক কুণালকে শুভেচ্ছা জানান অভিষেক ও ব্রাত্য। প্রসঙ্গত, বইটি কুণাল উত্‍সর্গ করেছেন ব্রাত্যকে।