|
---|
নিজস্ব সংবাদদাতা :কেন্দ্রীয় সরকার গরীব মানুষদের ভুল বুঝিয়ে যাচ্ছে সামনের বছর নতুন সরকার আসবে আজ বারোভিসাতে এই কথাই জানালেন অভিষেক বন্দোপাধ্যায়।তিনি জানালেন আদানি এবং আম্বানীদের সাথে বন্ধু হয়ে গরীবদের ঠকিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার।গ্যাসের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাড়াবে,পেট্রল এবং ডিজেল কোথায় থাকবে আমরা কেউ জানি না।কোন উন্নয়ন নেই শুধুমাত্র হিন্দু এবং মুসলমানদের মধ্যে লড়াই করিয়ে দেবার চিন্তা। “মন কি বাত্”এ নিজের কথা বলছেন কিন্তুু গরীব মানুষদের কথা শুনেছেন কি? অভিষেক বন্দোপাধ্যায় আরো জানান সারা পৃথিবীতে বিজেপী অন্যতম বড় পার্টি অথচ জনগনকে কিছু দেবার বেলায় নেই। নিজেরা নিজেদের বিজ্ঞাপন করেই চলেছেন অথচ কোন কাজ নেই। সারা ভারতে কত মানুষ একবেলা খাচ্ছেন তার হিসাব কেন্দ্রীয় সরকার রাখে না,অথচ বাংলার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছেন। বিজেপীর মন্ত্রীরা সারাদিন কোটি টাকার দামের গাড়িতে চড়ে বেড়িয়ে চলেছেন,আর সাধারন মানুষ রাস্তায় জলের জন্য ঘুরে বেড়িয়ে চলেছেন। একশো দিনের কাজের টাকা এবং চিকিৎসারস টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।আজকে সারা দেশে রেশন ব্যাবস্থা একেবারেই ভেঙে গেছে কি করছে কেন্দ্রীয় সরকার? অভিষেক বন্দোপাধ্যায় আরো জানান সিবিআই এবং ইডি লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাঙার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তুু তাদের সেই প্রচেষ্টা সফল হবে না।জনগন আগামী লোকসভা নির্বাচনে বিজেপীকে তাড়িয়ে দেবে। অভিষেক বন্দোপাধ্যায় জানান প্রতিবাদ করলেই দেশদ্রোহী এই ব্যাবস্থা আর চলবে না।যারা প্রতিবাদ করবে তাদের মুছে ফেলবে বিজেপী। আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সারাদিন সারামাস এবং সারা বছর ধরে ষড়যন্ত্র করে চলেছে বিজেপী। কিন্তুু তারা সফল হবে না। মানুষ সফল হতে দেবে না। তৃণমূল কংগ্রেস এক হয়ে লড়াই করবে এই অত্যাচারের বিরুদ্ধে। শুধুমাত্র সময় বলে দেবে কি হবে। বিজেপী দেখতে থাকুক কি হতে চলেছে।একবার বিদায় নিলে আর ফিরবে না বিজেপী এটা আমার চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি আরো জানালেন সেরা বিচারক হচ্ছে সাধারন মানুষ,আর তারাই বিজেপীর ভবিষ্যত বিচার করে দেবে,আর সেই দিনের জন্য আর বেশীদিন অপেক্ষা করতে হবে না,বলে জানালেন তিনি।