|
---|
ডায়মন্ড হারবার: এক সদ্যজাত শিশুর পরিবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করে শিশুটির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানানো হয়। এক ফোনে সমস্ত কাজ হয়ে যায়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই শিশুটির সমস্ত চিকিৎসার খরচের ভার বহন করেছেন। মঙ্গলবার দিন সতেরোতে শিশুটির হূদযন্ত্রের জটিল অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন এখন সে অনেকটাই সুস্থ রয়েছে।
যে কোন বেসরকারি হাসপাতালে চিকিৎসার আনুমানিক খরচ 10 লক্ষ টাকার কাছাকাছি। সদ্যোজাত শিশুর পরিবারটির এক পয়সা খরচ করতে হয়নি। শিশুটির চিকিৎসার সমস্ত খরচ বহন করেছেন ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়েছেন সদ্যোজাত শিশুটির দাদু গৌতম ভট্টাচার্য। তিনি বিজেপি কর্মী। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান মানুষ মানুষের জন্য এই কথা আবার প্রমাণ হয়ে গেল।