|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গতকাল মঙ্গলবার নলহাটি এলাকা থেকে বীরভূম জেলায় শুরু হয়েছে অভিষেক ব্যানার্জীর নবজোয়ার কর্মসূচি।আজ বুধবার দুবরাজপুরের নিরাময় ডাঙায় অভিষেক ব্যানার্জীর নবজোয়ার কর্মসুচী অনুষ্ঠান রয়েছে।সেই কর্মসূচিতে খয়রাসোল ব্লক এলাকা থেকে চার চাকা গাড়ি করে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
জানা যায় খয়রাসোল থানার গোপালপুর মোড়ের কাছে রাস্তার মধ্যে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।গাড়িতে তৃনমূল যুব কংগ্রেসের ১০ জন নেতা কর্মী ছিলেন। তাদের মধ্যে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয় স্থানীয়দের সহযোগিতায়।
আহত হন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতির ছেলে সোম অধিকারী, ব্লক তৃনমুলের যুব সহ সভাপতি সেখ নাসু, যুব সাধারন সম্পাদক রঞ্জন চ্যাটার্জী ও ছাত্র নেতা মাধব চ্যাটার্জী।