|
---|
নিজস্ব সংবাদদাতা :চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি, কোচবিহার থেকে কাকদ্বীপে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় নব জোয়ার কর্মসূচির নেতৃত্বে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সুবিধা অসুবিধার কথা মন দিয়ে শুনছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। প্রসঙ্গত একটি বিরল চিত্র ইতিমধ্যেই নেট দুনিয়ায় রীতিমত প্রশংসা পাচ্ছে। মঙ্গলবার দুর্গাপুর সফরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধ করবার জন্য আবেদন জানাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন দিয়ে ওই ব্যক্তির কথা শুনছেন। তিনি তাকে সমস্যা সমাধানের আশ্বাস দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাঁটু গেড়ে বসে ওই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির সঙ্গে কথোপকথনের চিত্র রীতিমতো প্রশংসিত হয়েছে।