পুরুষ অধিকার আন্দোলন নিয়ে সক্রিয় হচ্ছে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট

সাকিব হাসান , নতুন গতি, হরিনাভি:  মহিলা কমিশন থাকলে পুরুষ কমিশন কেন থাকবে না এমন এক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে অভিযান ওয়েলফেয়ার এন্ড ট্রাভেলস নামক সংগঠন। দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভা হরিনাভি স্কুল মাঠ প্রাঙ্গনে পুরুষ কমিশনারের দাবি নিয়ে ও লিঙ্গনিরপেক্ষ আইনের দাবিতে এক অনুষ্ঠানের আয়োজন করলেন।

     

    এই সংগঠনের একটাই দাবি বর্তমান সমাজের নারীদের পক্ষে আইন থাকলেও পুরুষদের পক্ষে কেন নয়, একজন পুরুষ যদি দোষ করে তার জন্য ফাঁসি ও যদি হতে পারে একজন নারীর ক্ষেত্রে কেন নয়।এ বিষয়ে অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র সুমন সাধুখাঁ বলেন যেখানে ভারতবর্ষে মহিলাদের কমিশন আছে পশুদের কমিশন আছে দুর্ভাগ্যবশত পুরুষদের কোন কমিশন নেই নিপীড়িত পুরুষরাই তাদের উপরে হওয়া অত্যাচার গুলি সেখানে জানাতে পারবে এবং তাদের সুবিচারের দাবি করতে পারবে তার সাথে পুরুষ কমিশন হওয়ার দাবি জানাচ্ছে এবং লিঙ্গনিরপেক্ষ আইনের দাবি জানাচ্ছি।

     

    উক্ত সভায় উপস্থিত ছিলেন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুখপাত্র সুমনা সাধুখাঁ,দক্ষিণ ২৪ পরগনা লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট রিনা খাতুন,দক্ষিণ ২৪ পরগনা সভানেত্রী রিশিতা মন্ডল, জয়নগর লোকসভা প্রেসিডেন্ট হাসান পিয়াদা সহ অন্যান্য পুরুষ অধিকার আন্দোলনের কর্মীর।