অবৈধ নির্মাণে জল নিকাশিতে বাধা কুশমোড়ে

বিশেষ সংবাদদাতা:পাইকর: বীরভূমের মুরারই ২ ব্লকের কুশমোড় ২ পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার একটি যানজটপূর্ন বাজার কুশমোড় বাজার । দীর্ঘ দিন ধরে রাস্তার দু পাশের ড্রেনের উপর কবজা করে চলছে ব্যবসা। এক নিত্য যানজট অন্য আরেক সমস্যা জল নিকাশির l ড্রেন থাকলেও সেই ড্রেনের মধ্যে রাস্তার জল পৌঁছাতে পারে না কারন কংক্রিটে ঢাকা পড়েছে ড্রেন। তার ফলে ড্রেন পরিষ্কার করতে বাঁধা পাচ্ছেন নির্মল বন্ধু নামের সরকারের পরিষ্কার করতে আসা কর্মীরা। ড্রেনের জল রাস্তার উপর দাঁড়িয়ে আছে ,বর্ষার জল পুরো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে।
ব্যবসায়িকগণ ড্রেনের সুরাহা না করে পাকা পিচ রাস্তার উপর পাথর ডাস্ট্ ইট ইত্যাদি দিয়ে রাস্তার অবস্থা আরও খারাপ করে দিচ্ছে । কয়েকদিন আগে প্রশাসন মাইকিং করে তিন দিন সময় দিয়েছিলেন যাতে অবৈধ নির্মাণ নিজ উদ্যোগে ভেঙে ফেলে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি বা নির্দিষ্ট সময়ের পরেও প্রশাসনের পক্ষ থেকে এখনও ভাঙা হয়নি। এলাকার মানুষের অভিযোগ দ্রুত সমস্যা সমাধানের জন্য যাতে প্রশাসন এগিয়ে আসেন।