আবিষ্কার হল নতুন ওষুধ, মাত্র ২৪ ঘণ্টায় রুখবে করোনা!

নতুন গতি নিউজ ডেস্ক : করোনা থেকে বাঁচতে টিকা নেওয়ার দিন প্রায় শেষ। আবিষ্কার হল ওরাল থেরাপি অর্থাৎ মুখে খাওয়ার ওষুধ । আর তাতেই করোনা রুখবে মাত্র ২৪ ঘণ্টায় । এমনটাই দাবি করোনার নতুন ওষুধ আবিষ্কর্তাদের। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে যে, নতুন একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভির (Molnupiravir) ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণ রুখতে সক্ষম।

    করোনা সংক্রমণ রোধে এখনও অবধি বিশ্বে তৈরি হয়েছে মোট চারটি প্রতিষেধক। ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি ভ্যাকসিন। তবে করেনা সংক্রমণ রোধে পুরোপুরি সক্ষম নয় কোনও ভ্যাকসিনই। করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত রেমিডেসিভির বা ফ্যাবিপিরাভির কিছুটা কার্যকর হলেও সংক্রমণ রোধে সম্পূর্ণ সফল নয় কোনওটিই। তবে নেচার মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির একচি গবেষক দল প্রথম এই ওষুধটি আবিস্কার করে।

    ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষণ এই ওষুধটি করোনা সংক্রমণ রুখতেও সফল বলেই দাবি করা হয়েছে গবেষণাপত্রে। গবেষণা পত্রের লেখক রিচার্ড প্লেম্পার দাবি, “এটিই প্রথম ওষুধ যা সার্স-কোভ-২ সংক্রমণকে সম্পূর্ণরূপে আটকাতে সক্ষম। এমকে-৪৪৮২/ইআইডিডি-২৮০১ ওষুধটি সমগ্র বিশ্বের দৃষ্টিভঙ্গিই পরিবর্তন করে দিতে পারে।” ** প্রতীকী ছবি।