অবনীন্দ্র সভাঘরে শায়ক এর রজতজয়ন্তী পালন

রোদ্দুর ইসলাম,মেমারি : ০৬ নভেম্বর,
কলকাতার শায়ক পত্রিকার পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী বর্ষ পূর্তি হল আজ ০৬ নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনের অবনীন্দ্র সভাঘরে।প্রায় সারাদিন ব্যাপী এই মহতী সাহিত্য সভায় অর্ধশতাধিকের উপর কবি -সাহিত্যিক উপস্থিত ছিলেন। সম্পাদক শেখর দাস, জয়শ্রী দেব, রথীন কর প্রমুখ মঞ্চাসীন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী সহ সেখ জাহাঙ্গীর, সুরমান আলি মল্লিক এবং পিয়াসী ঘোষ নন্দী প্রমুখদের সঞ্চালনায় এই মহতী অনুষ্ঠান টি এক অনন্য মাত্রা গ্ৰহণ করে সুচারু রূপ ধারণ করে। উপস্থিত প্রত্যেক কবি কে রজতজয়ন্তী স্মারক প্রদান করা হয়। সভার পক্ষ থেকে শায়ক সম্পাদক কে বিশেষ সন্মাননা জ্ঞাপন করা হয় এবং বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী কে বিশেষ সন্মাননা প্রদান করা হয় দীর্ঘদিনের সঞ্চালনার ফল স্বরূপ। অনুষ্ঠানের শুরুতে অমিতা দাসের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটিকে একসূত্রে গাঁথা হয়। উপস্থিত কবিবন্ধুরা হলেন বাসুদেব সাঁতরা,মনোজ ত্রিবেদী, অতনু হাজরা, সন্দীপ নন্দী, মিনতি দত্ত,সেখ হায়দার আলি, সুফি রফিক উল ইসলাম, সেখ সাহিন আলি, আবুল কালাম সেখ,মনোজ রথ, শুভাশিস হালদার,স্বাতী ঘোষ,স্বাতী মুখার্জী, ফিরোজা বেগম,জয়শ্রী কুন্ডু, সঞ্চিতা ব্যানার্জী, আশিস মুখার্জী,বলাই চ্যাটার্জী প্রমুখ ।