জেলায় প্রায় ১০০ জন কোভিড যোদ্ধার নতুন কাজের দাবি

নিজস্ব প্রতিবেদক:- কোভিড অতিমারি চলাকালীন করোনা সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য বীরভূম জেলায় প্রায় ১০০ জন কোভিড যোদ্ধা নিয়োগ করা হয়েছিল। এই সকল কোভিড যোদ্ধাদের মাসিক ১০০০০ টাকা করে বেতন দেওয়া হতো। এই সকল কর্মীদের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয় বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর এবং বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এমত অবস্থায় এই সকল কর্মীদের গত ফেব্রুয়ারি মাসে কাজ থেকে বঞ্চিত করা হয়। কাজ থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের দাবি পুনরায় তাদের কাজে নিয়োগ করা হোক। করোনাকালে বীরভূম জেলার এই ১০০ জন কোভিড যোদ্ধাদের বিভিন্ন করোনা হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রে গ্রুপ-ডি কর্মী হিসাবে নিয়োগ করা হয়। কিন্তু বর্তমানে কাজ না থাকায় তারা রোজগার হারিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার এই সকল অস্থায়ী কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা বীরভূম জেলা পরিষদের সামনে জমা হয়ে বিক্ষোভ দেখান এবং একটি ডেপুটেশন জমা দেন। যদিও তারা দাবি করেছেন, আমরা কেবলমাত্র কাজের জন্য আবেদন করতে এসেছি। ফের কাজের জন্য আবেদন করতে আসা এই সকল কোভিড যোদ্ধাদের তরফ থেকে জানানো হয়েছে, \”করোনাকালে আমরা বহু মানুষের সেবা করে তাদের সুস্থ করে তুলেছি। মহামারীতে আমরা বহু মানুষকে বাঁচাতে গিয়ে এখন ভূখমারির শিকার হয়েছি। আমরা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর হাত দিয়ে আমাদের এই আবেদনপত্র মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই।