মেমারি কলেজে উইমেন প্রোটেকশন বিষয়ক সেমিনার

সেখ সামসুদ্দিন, ২৫ জানুয়ারিঃ কলকাতা প্রচেষ্টা ফাউন্ডেশনের সহযোগিতায় আই কিউ এ সি মেমারি কলেজের ব্যবস্থাপনায় উইমেন প্রোটেকশন (নারী সুরক্ষা) বিষয়ক একটি সেমিনার আয়োজিত হয়। এই প্রোগ্রামের কো-অর্ডিনেটর ছিলেন সাংবাদিক সেখ সামসুদ্দিন। সেমিনারে উপস্থিত ছিলেন মেমারি কলেজের পরিচালন সভাপতি তথা বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী, আই কিউ এ সি দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক অনুপম গড়াই, প্রধান অতিথি কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম সহ প্রচেষ্টা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, কলেজের অধ্যাপক অধ্যাপিকা, ননটিচিং স্টাফ সহ ছাত্রছাত্রীবৃন্দ। কলেজের সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীবৃন্দের উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। প্রশ্নোত্তরে সেমিনারটি মনোজ্ঞ হয়ে ওঠে। সেমিনারে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মহিলাদের দ্বারা মহিলা নির্যাতিত ইত্যাদি ছাত্রীদের বুদ্ধিদীপ্ত প্রশ্নোত্তরে অংশগ্রহণে সেমিনারটি অন্য মাত্রা পায়।