|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার সাথে সাথে ভোট কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) সদর মহকুমা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। ভোটকর্মীদের নিরাপত্তার পাশাপাশি ভোটকর্মীদের যাতায়াত,ডি সি. আর সি তে অযথা হয়রানি বন্ধ সহ আরও অন্যান্য বিষয়ে সুবন্দোবস্ত গ্রহণের দাবি জানানো হয়।
এদিন বিকেলে সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের একটি মিছিল মহাকুমা শাসকের দপ্তরে যায়। এদিন মহকুমা শাসকের পক্ষে অতিরিক্ত জেলা শাসক আফতাব আলম ডেপুটেশন গ্রহণ করেন।এদিনের ডেপুটেশনে নেতৃত্ব দেন এবিটিএ এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক জগন্নাথ খান, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, শিক্ষক নেতৃত্ব পল্লব সরকার, দিলীপ সাউ, সোনালী সিনহা,সুরেশ পড়িয়া,অরূপ মাইতি,প্রণব হড়, অভিষেক দে , পাপিয়া চৌধুরী সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব।