|
---|
নিজস্ব সংবাদদাতা, ঘাটাল.* জেলার কৃতী মাধ্যমিক পরীক্ষার্থীকে সংবর্ধনা জানালো এবিটিএ। ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় দাসপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভঙ্কর মাইতি ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে ৮ম স্থান ও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে। শুক্রবার শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ)পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও ঘাটাল মহকুমা কমিটির পক্ষ থেকে যৌথ উদ্যোগে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল শুভঙ্কর কে।
ডেবরা থানার মলিঘাটি এলাকার রহিমপুরে শুভংকরের বাড়িতে গিয়ে শুভঙ্করের বাবা সুখেন্দু মাইতি ও মা রীতা মন্ডল মাইতির উপস্থিতিতে শুভঙ্করকে সংবর্ধনা জানান শিক্ষক নেতৃত্ব। উপস্থিত ছিলেন এবিটিএ’র জেলা কমিটির সদস্য শ্রীবাস জানা,চন্দন ভট্টাচার্য, তাপস ঘোষ, বিশ্বনাথ দাস ও প্রণব কুমার গোস্বামী প্রমুখ। এছাড়াও এদিন সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিকে ঘাটাল মহাকুমার অপর কৃতী পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতনের ছাত্র অরিজিৎ আদককেও এদিন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।