এবিটিএ’র শতবর্ষ উদযাপনের সূচনা মেদিনীপুরে

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) শতবর্ষ পদার্পণ উৎসবের সূচনা হলো। বৃহস্পতিবার সকালে সমিতির শততম প্রতিষ্ঠা দিবসে এ বি টি এ এর রবীন্দ্রনগরে অবস্থিত জেলার সদর দপ্তর গোলোকপতি ভবনে সমিতির বর্ষীয়ান নেতৃত্ব শক্তিপ্রসাদ মিত্র সংগঠনের পতাকা উত্তোলন করেন ।

    এরপর উপস্থিত নেতৃত্ব ও সংগঠক সদস্য-সদস্যাবৃন্দগণ শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন । সমিতির প্রতিষ্ঠা এবং একশো বছরের সংগ্রামী ঐতিহ্য বিষয়ে আলোচনা করেন সমিতির সদর মহকুমা শাখার সম্পাদক জগন্নাথ খান। উপস্থিত ছিলেন জেলা কোষাধ্যক্ষ সত্যকিংকর হাজরা,সদর মহকুমা সভানেত্রী সবিতা মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাগন। উল্লেখ্য যে, পরাধীন ভারতবর্ষে ১৯২১ সালের ৬ই ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের রংপুর জেলার গাইবান্ধা শহরে গাইবান্ধা হাইস্কুলে আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের সভাপতিত্বে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রতিষ্ঠা হয়।