|
---|
লুতুব আলি,নতুন গতি : আবুজহাটি ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিনামূল্যে বস্ত্র বিতরণ ঝাঁপানডাঙায়। পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত আবুজহাটি ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনামূল্যে বস্ত্র বিতরণ হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। অনুষ্ঠানের সকলকে স্বাগত জানান আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা। রমজান শা বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান মহাশয় এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই মহতী উদ্যোগ। দুর্গাপুজো উপলক্ষে এই অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে শত শত দুস্থ মানুষেরা নতুন বস্ত্র নেয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। ৯ অক্টোবর ও দ্বিতীয় পর্যায়ে এলাকার অবশিষ্ট দুষ্ট মানুষদের নতুন বস্তুর প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণকান্তি ঘোষ, কল্পনার সাঁতরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে রমজান শা জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় অগ্রণী সৈনিক হিসেবে কাজ করবার যে দক্ষতা দেখিয়ে চলেছেন তার প্রতি মানুষেরা সন্তোষ প্রকাশ করেন।