|
---|
ময়নাগুড়ি: শুক্রবার গভীর রাতে ময়নাগুড়ি মালবাজার রোডে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারান, মানিক সুর(৫০) নামে এক ব্যক্তি। তার বাড়ি ময়নাগুড়ি দেবীনগর এলাকায়। সে ময়নাগুড়িতে মামা বলে পরিচিত সকলের। গতকাল সে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা যায়। বাড়িতে ফেরার সময় কোন একটি চার চাকার গাড়ি ধাকা মারলে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন।
পরে ময়নাগুড়ি পুলিশ ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে এখনো পুলিশ ধরতে পারেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের কাছে এক দোকানের এক দোকানে সিসিটিভি ফুটেজে লক্ষ করা যায় ওই ব্যক্তিকে একটু চার চাকার গাড়ি ধাক্কা মারে। ঘটনায় ময়নাগুড়ি বাজারে একটি পরিচিত নাম মামা তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ময়নাগুড়ি তে ময়নাগুড়িতে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।