|
---|
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার: সাতসকালে ডায়মন্ড হারবারের রত্নেশ্বরপুরে গাড়ি থেকে ছিটকে পড়ে মারা গেলেন এক বছর চল্লিশের ব্যক্তি। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা মর্মাহত। মৃত ব্যক্তির নাম নব হালদার (৪০) বাড়ী দক্ষিণ ২৪ পরগনার আমতলাতে। নব পেশায় লরির খালাসি। কাজের তাগিদেই প্রতিদিনের মতন নব ও তার চালক কলকাতা থেকে কাকদ্বীপের দিকে সারের বস্তা নিয়ে যাচ্ছিল। হঠাৎ ১১৭ নম্বর জাতীয় সড়কের কাছে তাদের গাড়িতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। যান্ত্রিক গোলযোগের কারণে নব চলন্ত গাড়ি থেকে ছিটকে গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে যায়। দূর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নব হালদারকে উদ্ধারের চেষ্টা করেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মহাকুমা হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায়।