অসুস্থ শিশুকে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে গাড়ি

নিজস্ব সংবাদদাতা: পাঁচ বছরের অসুস্থ শিশুকে নিয়ে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশের ভয়ে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায় চালক। কিন্তু গাড়ির মধ্যেই অসুস্থ শিশুকে নিয়ে বসে থাকেন পরিবারের লোকেরা । অবশেষে মানবিকতার খাতিরে ওই অসুস্থ শিশুর পরিবারের পাশে দাঁড়ালো ট্রাফিক পুলিশের কর্তারা। তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ অসুস্থ শিশুকে ভর্তির ব্যবস্থা করলো মালদা ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স করে মালদা মেডিকেল কলেজে ভর্তির জন্য নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় ওই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইককে ধাক্কা মারে। অল্পের জন্য বেঁচে যায় বাইক চালক । সেই সময় ট্রাফিক পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায় চালক। কিন্তু গরমের মধ্যে অসুস্থ শিশুকে নিয়ে গাড়িতে বসে থাকেন পরিবারের লোকেরা। পরিস্থিতির তদারকি করে ওই অসুস্থ শিশুকে তড়িঘড়ি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে কৃষ্ণপল্লী এলাকার কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা।

    স্থানীয় ট্রাফিক পুলিশের কর্মীরা জানিয়েছেন, অসুস্থ এই শিশুর নাম রাজদীপ মন্ডল। তার বয়স পাঁচ বছর। শ্বাসকষ্ট জনিত কারণে তাকে মেডিকেল কলেজে দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে আসা হয়। তার মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। আপাতত ওই শিশুটিকে মেডিকেল কলেজের ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সঠিক সময়ে শিশুটিকে চিকিৎসা দিতে পারায় খুশি পরিবারের লোকেরা। মালদা ট্রাফিক পুলিশের প্রশংসা করেছে অসুস্থ শিশুর পরিবার।