|
---|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম……. করোনা পরিস্থিতিতে ফেসবুক গ্রুপ সূত্রে ভিনরাজ্যের রুগীকে রক্ত দিলেন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব” এর দুই সদস্য দেবাশীষ খিলারী ও মনোরঞ্জন সিং।এই দুই রক্তদাতা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের ডাঙ্গরসাহী ও কুশমাশোলের বাসিন্দা। এঁরা দুজনেই পেশায় সিভিক ভলেন্টিয়ার । পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুশাবনির বাসিন্দা মিনতি কুঁওর ঝাড়গ্রামের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন।তাঁর চিকিৎসার জন্য এ পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল।রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এই সমাজমাধ্যম গ্রূপে পোষ্ট করেন উনার এক আত্মীয় । গ্রূপের পক্ষ থেকে উনার সাথে যোগাযোগ করা হয় এবং বৃহস্পতিবার সকালে দুই রক্ত দাতাকে সঙ্গে নিয়ে গ্রুপের সক্রিয় সদস্য কিশোর কুমার রক্ষিত রওনা দেন ঝাড়গ্রাম হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে ।ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন দেবাশীষ খিলারী ও মনোরঞ্জন সিং। রোগীর পরিবারের পক্ষ থেকে দুই রক্তদাতাসহ সুবর্ণরৈখিক গ্রূপকে ধন্যবাদ জানানো হয়েছে।