|
---|
সহিদুলের কথায়, দেওয়ান জসিমের গান ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে, “পিরিতি কাল সাপের বিষ “
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : ভালোবাসা মানুষের জীবনের একটা বড় সম্পদ আর তাই সেই ভালোবাসাকে নিয়ে মানুষ বাঁচতে চায়। যখন ভালোবাসার মানুষ ধোকা দেয়, তখন দুঃখ কষ্টের আর সীমা থাকে না ! এমন বাস্তব জীবন কাহিনি নিয়ে গড়ে উঠেছে ভারতের পশ্চিম বঙ্গের গীতিকার সহিদুল ইসলাম এর অসাধারণ সুন্দর কথায় বাংলাদেশের বর্তমান সময়ের উদীয়মান তরুন কণ্ঠ শিল্পী দেওয়ান জসিম এর সুন্দর সুর ও অসাধারণ গায়কীতে গড়ে ওঠেছে ” পিরিতি কাল সাপের বিষ ” গানটি । গানটিতে অসাধারণ সঙ্গীতায়োজন করেছে- আহমেদ সজীব। এই গানটি প্রকাশ পেয়েছে কামরুল মিডিয়ার ব্যানারে। গানটি কয়েকদিনে মানুষের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দুই দিনে গানটি মানুষের ভালোবাসা পেয়েছে অর্থাৎ ভিউজ হয়েছে ১ লক্ষ এর উপর। অল্প সময়ের মধ্যেই মানুষের মুখে মুখে ঘুরছে ও ব্যাপক প্রশংসা পাচ্ছে গানটি। গীতিকার সহিদুল ইসলাম বলেন, এই “পিরিতি কাল সাপের বিষ ” গানটি নিয়ে আশাবাদী ছিলাম । তরুন প্রজন্মের কণ্ঠ শিল্পী দেওয়ান জসিম ভাইয়ের অসাধারণ গায়কী এবং আহমেদ সজীব ভাইয়ের সুন্দর মিউজিকে গানটিকে অনন্য সুন্দর করে তুলেছে। গানটি মানুষের মনে জায়গা করে নিবে বলেও আশার কথা ব্যক্তি করেছে । এই নতুন বছরে আরও ভালো ভালো গান আসছে সবার জন্য। তিনি সবাইকে বাংলা গান কে ভালোবেসে বাংলা গানের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধও জানিয়েছেন।