কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের ঘোষনায় রেটিং নেমে গেল শিলিগুড়ি কলেজের

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের ঘোষনায় রেটিং নেমে গেল শিলিগুড়ি কলেজের। একটি সমিক্ষায় শিলিগুড়ি কলেজের মান C++ থেকে c-হয়ে গেছে। কি কারনে এই মান নেমে গেছে তা এখনো জানা না গেলেও শিলিগুড়ির ডে এবং নাইট কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা এই তথ্য মানতে নারাজ। তারা জানিয়েছেন এটা সত্যি নয়। এখন যা অবস্থা তাতে নিজেদের জায়গা ধরে রাখা শুধুমাত্র শিলিগুড়ি কলেজেরই নয় অন্য সবার ক্ষেত্রেই সমস্যা হয়ে দাড়িয়েছে। তবে গত এক বছরে আমাদের কলেজ পড়াশোনাই হোক আর খেলাধুলো,গানই হোক বা রাজনৈতিক আলোচনা,বিজ্ঞানই হোক অথবা আইটি সব দিকেই আমাদের ছাত্রছাত্রীরা শুধুমাত্র শিলিগুড়িরই নয় গোটা ভারতের মান বাড়িয়েছে। সেখানে কেন্দ্রীয় এই সংস্থা কেন আমাদের নামিয়ে দিল সেটা আমরা ভেবে দেখছি বলে জানিয়েছেন শিলিগুড়ি ডে কলেজের ইংরেজীর অধ্যাপক। শিলিগুড়ি কলা বিভাগের এক অধ্যাপক জানিয়েছেন এখন আমাদের কলেজে কোন গন্ডগোল হয় না,কারন কোন বহিরাগতদের আমরা কলেজে ঢুকতে দিই না।সবার আই কার্ড আছে।তাই ঝামেলা হয় না বললেই চলে। তবুও আমরা জানতে চাইব ঠিক কিসের ভিত্তিতে শিলিগুড়ি কলেজের মান কমিয়ে আনা হল,যদি আমাদের ভুল থাকে তবে আমরা অবশ্যই তা শোধরানোর চেষ্টা করব। তবে তার আগে আমাদের জানতে হবে কেন আমাদের নীচে নামিয়ে আনা হল জানালেন নাম না বলা ডে কলেজের এক অধ্যাপক।