রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বীরভূমে শুরু হল স্কুল পড়ুয়াদের পোশাক বিতরণ

নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বীরভূমে শুরু হল স্কুল পড়ুয়াদের পোশাক বিতরণ। বৃহস্পতিবার থেকে এই পোশাক বিতরণের কাজ শুরু করল বীরভূম জেলা প্রশাসন। যদিও গত ১০ অগাস্ট থেকে এই পোশাক বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে।

    এদিন বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বীরভূমের সিউড়ি পৌরসভার সরোজ বাসিনী শিশু বিদ্যাভবন এবং দুবরাজপুর পৌরসভার তিনটি স্কুলে এই পোশাক বিতরণ করা হয়। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, প্রতিটি পড়ুয়াদের দুটি করে পোশাকের সেট দেওয়া হবে। প্রথম সেট এদিন তুলে দেওয়া হয় পড়ুয়াদের হাতে। আগামী দিনে বাকি সেটগুলিও বাকি সমস্ত স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই সকল পোশাক তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী গড়ে তোলার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। এই পোশাকের জন্য পড়ুয়াদের অভিভাবকদের কোনওরকম খরচ বহন করতে হবে না। তারা সম্পূর্ণ বিনামূল্যেই এই পোশাক পাচ্ছেন।সিউড়ি পৌরসভা এলাকায় ১৬ হাজার পড়ুয়াদের মধ্যে এই পোশাক বিতরণ করা হবে। এর পরিপ্রেক্ষিতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ইতিমধ্যেই স্কুলে স্কুলে পড়ুয়াদের পোশাকের মাপ নিয়ে এসেছেন এবং সেই মতো তারা কাজ চালাচ্ছেন। খুব তাড়াতাড়ি অন্যান্য স্কুলগুলিতে এই পোশাক সরবরাহ করা হবে, এমনটাই জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। স্কুলের পোশাক হলেও পুজোর আগে নতুন পোশাক পেয়ে খুশি স্কুল পড়ুয়ারা।প্রশাসনিক কর্তা এবং স্কুল শিক্ষকদের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের যে পোশাক দেওয়ার কথা ছিল সেই কথা অনুযায়ী এদিন আনুষ্ঠানিকভাবে এই পোশাক তুলে দেওয়ার কাজ শুরু হল। আগামী দিনে সমস্ত পড়ুয়াদের এই পোশাক দেওয়া হবে।