|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে এবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসতে চলেছে গোর্খাল্যান্ড অ্যাক্টিভিস্ট সমূহ। বুধবার এই কথা জানান সংগঠনের আহ্বায়ক কিশোর প্রধান। আগামী ৫ এবং ৭ ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে ধর্নায় বসবেন তারা। সেখানে ধর্নায় বসবে ১৫ সদস্যের একটি দল বলে জানা গিয়েছে।
তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যদি তাদের দাবী বতর্মানে না মানা হয় তবে আগামীদিনে আরো বড় আন্দোলনে নামবে তারা।পনেরো সদস্যের দলটি এই সময় দিল্লীতে পৌছে গেছে।তারা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সাথে আলাদা আলাদা করে কথা বলেছে,যাতে তাদের দাবী নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়।ইতিমধ্যে তারা দার্জিলিং এ আলাদাকরে নিজেদের অফিস তৈরী করে সেখানে ছোট ছোট মিটিং করেছে,কিভাবে তাদের উদ্যেগকে বাস্তবায়ন করতে পারা যায়।