|
---|
নতুন গতি ওয়েব: মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ নিজাম প্যালেসে গরু পাচার কান্ডে তদন্তে সহযোগিতা করতে পৌছালেন অভিনেতা তথা সাংসদ দেব। আগেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিউ। এদিন সকালে নিজের গাড়ি থেকে নেমেই সোজা নিজাম প্যালেসে ঢুকে যান দেব। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে অতীতে একাধিক সাক্ষীর বয়ান থেকেই দেবের নাম উঠে এসেছে। গত বুধবার সিবিআইয়ের তরফে দেবের কাছে একটি নোটিস যায়। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। তবে গরুপাচার কাণ্ডে দেব কীভাবে যুক্ত, তা এখনও জানা যায়নি। অভিনেতা নিজেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। শোনা যাচ্ছে, গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করার সময়েই দেবের নাম উঠে আসে। তাঁর সঙ্গে দেবের কীভাবে যোগাযোগ হল, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা যাচ্ছে।