|
---|
চলে গেলেন অভিনেতা ইরফান খান
নাজমুল হালদার :
জন্মঃ ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি।
মৃত্যুঃ ২০২০ সালের ২৯শে এপ্রিল।
দূরদর্শনে ‘চাণক্য’ নামক সিরিয়ালে সেনাপতি ভদ্রশেলের চরিত্রে অভিনয় করে প্রথম নজরে আসেন। পরবর্তিতে ‘সালাম বোম্বে’ সিনেমা দিয়ে সিনেমা জগতে পদার্পণ।
মুম্বাইয়ের বিখ্যাত কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান (৫৩)।
বুধবার (২৯ এপ্রিল)-এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সম্প্রতি বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইরফানের সঙ্গে তাঁর স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও রয়েছেন। এর আগে আইসিউ-তে নিলে তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটে।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া সমগ্র সিনেমাপ্রেমী দুনিয়ায়।
জনপ্রিয় এই তারকা অভিনেতা দীর্ঘদিন ধরেই কোলন ইনফেকশনসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সবশেষ তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইরফান খানের মুখপাত্র।
গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সইদা বেগম মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। ভিডিওকলের মাধ্যমে যোগদান করেন মায়ের শেষকৃত্যে। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় বিশিষ্ট এই অভিনেতার এবং ধাপে ধাপে সেরেও উঠছিলেন। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন পদ্মশ্রী পুরষ্কার(২০১১) প্রাপ্ত অভিনেতা।
বক্স অফিসে ইরফানের কামব্যাক সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে এক সপ্তাহও হলে চলেনি। আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।