|
---|
নিজস্ব সংবাদদাতা :অভিনেত্রী মধুমিতা সরকারের পুরুষকে ‘ঘেন্না করি” এই কুরুচিকর মন্তব্যের জেরে গর্জে উঠলেন পুরুষ অধিকার কর্মীরা।
অভিনেত্রী মধুমিতা সরকার’ গত ১৫’ঐ জানুয়ারী মাসে প্রকাশিত পত্রিকার মাধ্যমে তিনি জানিয়েছিলেন সমগ্র পুরুষ জাতিকে ঘেন্না করেন।
অভিনেত্রী মধুমিতা সরকারের পুরুষ বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠেন”পুরুষ অধিকার কর্মীরা। এদিন রাত্রে বারাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অল ইন্ডিয়া ব্রাদারস ইউনিয়ন, এবং স্বদেশী সমাজ সংস্কার স্বেচ্ছাসেবী সংগঠন, ও সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা।
এবং এই বিষয়ে ‘অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়নের সেক্রেটারি’ সাকিব হাসান বলেন অভিনেত্রী মধুমিতা সরকারের এই তীব্র পুরুষ বিদ্বেষী কুরুচিকর, এবং সংকীর্ণ মানসিকতা, জঘন্য মন্তব্য সম্পন্ন পুরুষ জাতিকে মর্মাহত করেছে। আমরা মনে করি এই ধরনের মন্তব্য এর কারণে সমাজে নারী পুরুষ বিভেদ বাড়বে। এবং এতে সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে পারে। আমরা চাই উনি এই মন্তব্যের জন্য সমস্ত পুরুষ জাতির কাছে দুঃখ প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিক।