|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সিপিএমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! ফেসবুকে সেকথা নিজেই জানিয়েছেন অভিনেতা। ছাত্রজীবন থেকেই বামপন্থী মতাদর্শে বিশ্বাসী রাহুল। তবে রাজনৈতিক ময়দানে তাঁকে নেতার তকমা না দেওয়া গেলেও রাহুলকে কিন্তু এযাবৎকাল একাধিকবার লাল শিবিরের মিটিং-মিছিলে দেখা গিয়েছে। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের সময়ও বেশ কয়েকবার সিপিএমের প্রচারে মুখ দেখিয়েছেন তিনি। এবার টলিউড ইন্ডাস্ট্রির সেই অভিনেতাই কিনা সিপিএমের উপর ক্ষুব্ধ। দিলেন চরম হুঁশিয়ারি!
এইমুহূর্তে ‘দেশের মাটি’ ধারাবাহিকে বেজায় জনপ্রিয়তা লাভ করেছে রাহুল অভিনীত রাজা চরিত্রটি। সিনেমার পর্দায় সেভাবে তাঁকে খুব একটা দেখা না গেলেও অভিনেতা কিন্তু টেলিদর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সোমবার রাতে রাহুল তাঁর ফেসবুক পোস্টে সাফ জানালেন, “আমি কোনো প্রলোভন বা ক্ষমতার কারণে রাজনীতি করি না। আমার রাজনীতি একান্তই আদর্শগত। সিপিএমের মঞ্চে যদি টিকিট না পাওয়া হতাশ বিজেপি জায়গা পায়, তাহলে আমি আজ এই মুহূর্ত থেকে সিপিএমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।”
পাশাপাশি অভিনেতা এও উল্লেখ করেন যে, “আমার বামপন্থা সিপিএম দলের মুখাপেক্ষী নয়। যে একবারের জন্যও সাম্প্রদায়িক দলের সঙ্গে জড়িয়েছে, বিশেষত সে যদি সেলিব্রিটি হয়, তার সঙ্গে কোনও দিন এক মঞ্চে আমি থাকব না। এবার সিপিএম দল ভেবে দেখুক আমাদের প্রয়োজন, না তাদের?” প্রশ্ন ছুঁড়েছেন রাহুল।
হঠাৎ কেন সিপিএমের উপর ক্ষুব্ধ রাহুল বন্দ্যোপাধ্যায়? আসলে সোমবার সন্ধেবেলা সিপিএম নেতা শতরূপ ঘোষ বিজেপির এক তারকা সদস্য রূপা ভট্টাচার্য এবং সদ্য বিজেপি-ত্যাগী অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। শুধু তাই নয়, সেই ছবি শেয়ারও করেছেন। উপলক্ষ্য ছিল যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন উপলক্ষে মিছিলে হাঁটায যাতে কিনা যোগ দিয়েছিলেন রূপা-অনিন্দ্যও। সেখানে সিনে ইন্ডাস্ট্রির প্রযোজক রানা সরকার খানিক রসিকতা করেই প্রশ্নবাণ ছুঁড়েছেন যে, “এ কী রূপা ভট্টাচার্যও সিপিএম হয়ে গেল নাকি?” তাতে শতরূপের সরস উত্তর- “হ্যাঁ। এবার তুমিও হয়ে যাও।”
সিপিএম নেতার সঙ্গে বিজেপি তারকা সদস্যের সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। নজরে গিয়েছে বামপন্থা মতাদর্শে বিশ্বাসী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়েরও। সেই প্রেক্ষিতেই অভিনেতা ক্ষুব্ধ হয়ে সিপিএম ছাড়ার কথা ঘোষণা করেছেন তাঁর ব্যক্তিগত সোশ্যাল ওয়ালে। কমেন্ট সেকশনেও- রূপা ও অনিন্দ্যর নামোল্লেখ করেছেন তিনি। রাহুলের এমন পোস্টে বর্তমানে উত্তাল নেটদুনিয়া।