|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের ঠিক আগে দ্বিতীয় তৃণমূল সরকারের বিদায়ী বাজেট ২০২১ পেশ করলেন মমতা বন্দ্যেপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, যেন কল্পতরুর ভূমিকায় উত্তীর্ণ হলেন মমতা৷
Huge Congratulations to CM @MamataOfficial for the remarkable WB Budget 2021!
It brings the promise of unparalleled development to take Bengal to greater heights! #BengalBudgetForAll pic.twitter.com/OZ7rJFVzhW
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) February 5, 2021
বাজেট পেশের পর মমতাকে ট্যুইট করে অভিনন্দন বার্তা দিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। শুক্রবার ট্যুইটারে নুসরত লিখলেন, “অসাধারণ রাজ্য বাজেটের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট অভিনন্দন৷ এই বাজেটে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে৷