|
---|
পারিজাত মোল্লা : ‘যোগ সারায় রোগ’। বহু প্রাচীন এই প্রবাদটি আক্ষরিক অর্থেই সত্যি। সুস্বাস্থ্যের চাবিকাঠি হিসেবে সেই আদিকাল থেকে যোগের গুরুত্ব অপরিসীম। আসলে যোগ হল ভারতীয় ঐতিহ্যের এক বিশেষ ধরনের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। যোগচর্চার মাধ্যমে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয়ে উঠতে পারে। এমন অনেক পুরনো রোগ রয়েছে যা একমাত্র যোগ-এর মাধ্যমেই নিরাময় সম্ভব। কারণ যোগ হল মানুষ ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র। মনের প্রশান্তি ও উন্নত স্বাস্থ্যের জন্য যোগ খুবই অপরিহার্য। আর এই চরম সত্যিকে উপলব্ধি করেই একুশে জুন সারা বিশ্বব্যাপী যোগ দিবস হিসেবে পালিত হয়। দিনটিকে বিশেষ উপযোগী করে তুলতে সমগ্র ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে যোগ শিবির এর আয়োজন করা হয়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এমন এক প্রতিষ্ঠান যে সমাজের কাছে দায়বদ্ধ। তাই সমাজের কাছে অঙ্গীকার হিসেবে ও নাগরিকদের সুস্থ জীবনযাপনে উৎসাহ দিতে এই সংস্থা ২১ জুন বিশ্ব যোগ দিবস পালন করে। এই উপলক্ষে কলকাতায় পবিত্র আদ্যাপীঠ মন্দিরে যোগ ও ধ্যানের ওপর কর্মশালার আয়োজন করা হয়। যেখানে যোগগুরু হিসেবে সকলকে দিশা দেখান যোগী বিশ্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিনেশ্বর আদ্যাপীঠের প্রাণ পুরুষ মুরাল ভাই , দীপা মা , যোগী বিশ্ব, শ্যাম সুন্দর কোং ডিরেক্টর রূপক সাহা । এদিন বিকেল ৩ টায় আদ্যাপীঠ মন্দিরের সভাগৃহে সব মিলিয়ে প্রায় ৩০০ জন আবাসিক মায়েদের ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আসর বসে। সহযোগিতা করে লক্ষ্য ফাউন্ডেশন এবং শেষে বিশ্ব সঙ্গীত দিবস সেলিব্রেশন করা হয় সংগীতের মাধ্যমে।