|
---|
সুফি রফিক উল ইসলাম: মেমারি:১৯ সেপ্টেম্বর আমার স্যার সত্যজিৎ বাবুর -(অধ্যাপক সত্যজিৎ ধর) ৭৮ তম জন্মদিন পালিত হল স্যারের বর্তমান নিবাস , বর্ধমান বিগবাজারের কাছে তারাপ্রসন্ন অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে। স্যারের বেশ কিছু সুযোগ্য ছাত্র-ছাত্রীর সঙ্গে এই অধম পুরানো ছাত্র আমি, সুফি রফিক উল ইসলামও স্যারের আন্তরিক আহ্বানে এই নিদারুণ ভাললাগা ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। স্যার অধ্যাপক সত্যজিৎ ধর ১৯৬৭ সালে গুসকরা কলেজে তাঁর অধ্যাপনা জীবন শুরু করার পর ১৯৭১সালের নভেম্বরে বর্ধমান রাজ কলেজে পথ চলা শুরু করেন এবং ২০০৫ সালে অবসর জীবন শুরু হলেও এখনো তিনি অসংখ্য শুভানুধ্যায়ী গুণী ছাত্র-ছাত্রী পরিবেষ্টিত হয়ে থাকেন তাঁর মহতী ব্যবহার বাৎসল্য। শরৎ(দাস), বিশ্বজিৎ (রায়) ও সুশোভন(সরকার ) ছাড়া সুব্রত মাজি, সাগর চট্টোপাধ্যায়, তাপস মন্ডল, বিবেকানন্দ ঘোষ, সুব্রত বৈদিক, সুদীপ গাঙ্গুলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জন্মদিনের কেক কেটে শুরু হওয়া আনন্দঘন ঘরোয়া অনুষ্ঠান রাত্রিকালীন ভোজন পর্বের পরে শেষ হইয়াও হইল না শেষ, থেকে গেল তার অফুরান অনাবিল আনন্দমুখর রেশ। এই রেশ নিয়েই যে যার বাড়ি ফেরা। তবে একটু ব্যথা থেকেই গেছে মনের কোণে স্যার ও বৌদির জন্য।স্যারের শারীরিক ও মানসিক বেদনা এবং বৌদির প্রচন্ড অসুস্থতা, পুরানো দিনের স্মৃতিমধুর দিনগুলো কে যেন বড়ো বেশি অসহায় করে তোলে। তবুও সব কিছু ভুলে এ এক অফুরান ভাললাগা আনন্দযাপন। স্যার ও বৌদি ভাল থাকুন, আমাদের ভাল রাখুন।