|
---|
লুতুব আলি, ৩০ মার্চ : দেশের নাগরিকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার আধার প্যান সংযুক্তিকরণের নামে হাজার টাকা করে নেওয়ায় এ পি ডি আর কলকাতার রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে ঢাকুরিয়া আয়কর দপ্তরের দক্ষিণাঞ্চলে ডেপুটেশন দিল। সংগঠনের যাদবপুর বাঘা যতীন শাখার পক্ষ থেকে এই সমাবেশ ও ডেপুটেশন সংগঠিত করা হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, রাজ্য সহ-সম্পাদক আলতাব আমেদ, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা নিশা বিশ্বাস, শংকর দাস, যাদবপুর বাঘাযতীন শাখার পক্ষ থেকে অরিন্দম মন্ডল, রথীন দাস প্রমুখ। এ পি ডি আর এর রাজ্য সহজ সম্পাদক আলতাব আমেদ এই প্রতিবাদ এর কাছে অভিযোগ করে জানান, কেন্দ্রীয় সরকার আধার কার্ড সংযুক্তিকরণের নামে নজরদারি চালাচ্ছে। দেশের নাগরিকদের নাগরিক পরিষেবা না দিয়ে সরকার উল্টে এই কাজ করার জন্য হাজার টাকা করে নিচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে বৃহত্তর গণআন্দোলনে শামিল হতে হবে। সংগঠনের আর ও অভিযোগ : হাজার টাকা করে দেওয়া গরিব মানুষের পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যে কোটি কোটি মানুষের কাছ থেকে হাজার টাকা করে নেওয়া হয়েছে এই টাকা অবিলম্বে ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট আইকর দপ্তরের কাছে ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। আধার কার্ড ওপেন কার্ড সংযুক্তিকরণে টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।