|
---|
আয়ুব আলি,উওর ২৪পরগনা : জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবক আদিবাসী সমাজ কল্যাণ পরিষদ করম উৎসব উপলক্ষে তিনদিনের করম পূজা অর্থাৎ একটি গাছের পাতা সমেত ডাল কে নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে তাকে কেন্দ্র করে নাচ গান হয় আদিবাসীদের পরম্পরা অনুযায়ী আজ ৭ই সেপ্টেম্বর তার সমাপ্তি দিন সেই গাছের ডালটি নিকটবর্তী একটি পুকুরে বিসর্জন দিয়ে শেষ হয় এই করম পূজা কে কেন্দ্র করে করম উৎসব, জগদ্দল বিধানসভা র বিধায়ক সোমনাথ শ্যাম ও বিশিষ্ট ব্যক্তিদের আগমন হয় এই অনুষ্ঠানে,এছাড়াও এলাকার বহু মানুষের সমাগম ঘটে,করম উৎসব কমিটির কর্মকর্তা শিক্ষক বরুন সর্দার সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন।