|
---|
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৫-২০১৬ সালে রাজ্য সরকারের সোশ্যাল অডিট বিভাগে নিযুক্ত গ্রামীণ সম্পদ কর্মীদের বেতন বৃদ্ধির আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দল নেতা অধীর চৌধুরী। গ্রামীণ সম্পদ কর্মীরা এখন মাসে বেতন পান ৫২৫০ টাকা। এই পদে বর্তমানে রাজ্যে কর্মী আছে ২৫ হাজার। এদের সংগঠন সারাবাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের ব্যানারে বিভিন্ন সময় বেতন বাড়ানোর জন্য আন্দোলন করেছে। এবার তাদের সম্মানজনক বেতনের দাবি জানালো অধীর চৌধুরী।
তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে মাসিক অন্তত পনের হাজার টাকা বেতনের আর্জি জানান। পশ্চিমবঙ্গের গ্রাম সম্পদ কর্মী বা VRP দের স্বাস্থ্য সাথী প্রকল্প, বায়ো ডাইভারসিটি, সহ vector-borne ডিজিজ বা পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণের কাজ করছে।