|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবারদিন মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের চামুন্ডার বেলডাঙ্গা গ্রামে দুঃস্থ অসহায় আদিবাসী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে সচেতনতা করতে এবং স্যানিটারি ন্যাপকিন প্রদান করতে উপস্থিত হলো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সদস্যারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার সাব ইন্সপেক্টর মাননীয় প্রভাস বিশ্বাস মহাশয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের মহিলা ও শিশু উন্নয়ন মেম্বার শ্রীমতি ভারতী হাঁসদা, পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি শ্যামলী হাঁসদা, বেলডাঙ্গা প্রাইমারি স্কুলের শিক্ষক সেবাসটাইন মুর্মু মহাশয়, গ্রামের প্রাক্তন মোড়ল গোবিন্দ মার্ডি সহ আরও অনেকেই। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের নেওয়া এক অভিনব উদ্যোগ, প্রতিবারের চেয়ে এবার একটু আলাদা কর্মসূচি পালন করল বলে জানিয়েছেন সদস্যরা। এদিন দেড়শো আদিবাসী মহিলাদের হাতে স্যানিটারি প্যাড এবং পুরোনো বস্ত্র তুলেদেওয়া হয়। প্রত্যেক অতিথিরা এই বিষয়ে বিভিন্ন সচেতনতার বার্তা দিলেন উপস্থিত আদিবাসী মহিলাদের। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান এই ধরনের কর্মসূচি করতে খুব কমই দেখা যায়, যার ফলে সাধারণ মহিলাদের এই সমস্ত বিষয়ে ধারণা গুলো অনেক ক্ষেত্রে পরিষ্কার থাকে না যার ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সাধারণ মহিলারা যেন এই সমস্ত ব্যাপারে সচেতন হয় এবং তাদের যেন ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে না হয় এজন্যই এরকম অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের কোষাধক্ষ্য মির্জা জাজবুল।