|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ২৯ শে ডিসেম্বর বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘীর বাড়ালা অঞ্চলে শীতার্ত আদিবাসীদের ব্ল্যাঙ্কেট বিতরন কর্মসুচী হলো, তরঙ্গ ওয়েল ফেয়ার ট্রেস্টের পক্ষ থেকে। এদিন সভায় সভাপতিত্ব করেন প্রভাত সরকার। বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল কাদের মোল্লা, শিক্ষক বাসীর সেখ , বাড়ালা পঞ্চায়েতের কর্মী সুমন সরীফ, ফারুক আব্দুল্লাহ, সফর আলী প্ৰমুখ। এদিনের কর্মসূচিতে ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম বলেন আমাদের অঙ্গীকার সুন্দর সমাজের সন্ধানে, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা উষ্ণ ভালোবাসা শীতার্তদের মাঝে ভাগ করে দিতে চাই। গত ২৬ তারিখ কাবিলপুরে দুই সতাধিক দুঃস্থ অসহায়দের বস্ত্র বিতরণ করেছি তারই সুবাদে আজ উপস্থিত হয়েছি বাড়ালা পঞ্চায়েতের সাহাপুর গ্রামে এখানে ৭০ জন পরিবারের হাতে শীতবস্ত্র ব্ল্যাঙ্কেট উপহার হিসাবে তুলে দিলাম ট্রেস্টের পক্ষ হতে। আগামী দিনে আরো এরকম বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানিয়েছেন ইফতিকার আলম। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন ট্রেস্টের সদস্য রহমতুল্লাহ।