|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ শিলিগুড়িতে অদিতি মুনসি।আজ শিলিগুড়ি মহকুমাতে অনুষ্ঠিত নবান্ন উৎসবে বিধায়ক অদিতি মুনসিকে সম্বর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা জ্ঞাপন করা হয় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সাথে পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অনুষ্ঠান মঞ্চে তার দুর্দান্ত গান শুনে মুগ্ধ হয়ে যান সকলে। গান সাথে রাজনীতি দুটোতেই যে তিনি সমান দক্ষ আরো একবার প্রমাণ করলেন। জানালেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় তাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি চেষ্টা করে চলছেন সেই দায়িত্ব বজায় রাখবার।এদিন বিধায়ক অদিতি মুনসি আসন্ন আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আবেদন জানান। এদিন তাকে দেখতে ভীড় উপচে পড়ে। জেলা সভাপতি পাপিয়া ঘোষও তার ভূয়সী প্রশংসা করেন , তিনি জানান একজন দক্ষ রাজনীতিবিদ সাথে সফল গায়িকা হলেন অদিতি মুনসি।