|
---|
নিজস্ব সংবাদদাতা :বীরভূম জেলা প্রশাসনের তরফে আনন্দপাঠ প্রকল্পের আওতায় এলাকার পিছিয়ে পড়া দুস্থ শিশুদের পাঠশালায় পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা কবিতা আবৃতি নাচ গান প্রভৃতি বিষয় শেখানো হচ্ছে।
পড়াশোনায় এইসব এলাকার শিশুদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ছবি আঁকা, কবিতা আবৃত্তি, নাচ গানের মধ্য দিয়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই অভিনব অথচ সময়োপযোগী শিক্ষা কর্মসূচি শুরু করা হয়েছে । বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এবং টু মোরো ফাউন্ডেশন এর নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় রাজনগর ব্লকের চন্দ্রপুর ও ভবানীপুর অঞ্চলের ২০ টি গ্রামে পিছিয়ে পড়া শিশুদের এই পাঠশালা চলছে।
এই কর্মসূচি ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতে ভবানীপুর অঞ্চলের গুড়কাটা ও টাবাডুমরা গ্রামের পাঠশালাগুলি পরিদর্শন করলেন ADM বীরভূম জেলা পরিষদ কৌশিক সিনহা ও রাজনগরের BDO শুভদীপ পালিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার দেবরাজ মুখার্জি সহ অন্যান্য কর্মীরা।