|
---|
ময়নাগুড়ি, ১৪ ডিসেম্বর : জলপাইগুড়ি সদর ব্লকের নাবালিকার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল মামার বাড়ি থেকে। নাবালিকার মামার বাড়ি ময়নাগুড়ির মৌয়ামারী এলাকায়। সেখানেই রীতিমতো প্যান্ডেল করে বিয়ের জোগাড় করেছিল সোমবার। আর গোপন সূত্রে এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ময়নাগুড়ি ব্লক আইনি সহায়করা। সোমবার রাতে ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ির বিডিওর নির্দেশে বিয়ে বাড়িতে হাজির হন আইনি সহায়করা। সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয় তাদের। তারা সেখানে দেখেন ১৬ বছরের এক নাবালিকার সাথে বিয়ে দিচ্ছেন ময়নাগুড়ির কালীরহাট এলাকার ৪০ বছরের লোকের সাথে। আইনি সহায়করা সেখানে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে পরিবারের সম্মতিতে মুচলেখা করিয়ে নেন। এরপর নাবালিকা অঙ্গীকার বদ্ধ হয় যে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। তবে নাবালিকার বিয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে জেলা জুড়ে।আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিভিন্ন স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সরকারি ভাবে নাবালিকার বিয়ে না দেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। কিন্তূ তার পরেও লুকিয়ে লুকিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে কেন?
এই বিষয়ে ময়নাগুড়ি ব্লক এIনি সহায়ক অমিত রায় বলেন, ” আমরা বিভিন্ন ভাবে নাবালিকার বিয়ে না দেওয়ার জন্য প্রচার চালাচ্ছি। কিন্তূ কিছু কিছু মানুষ তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই সমস্ত কাজ করছেন। আমাদের কাছে এই ধরণের কোনো খবর এলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।”