ঈদুজ্জোহা নিয়ে প্রশাসনিক বৈঠক কেশপুরে

নতুন গতি ওয়েব ডেস্কঃ আগামী ০১লা আগস্ট শনিবার মুসলিমদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা বা বকরিদ। এই পবিত্র উৎসব যাতে শান্তিপূর্ণ ও সচেতনভাবে হয় সেই নিয়ে বৃহস্পতিবার কেশপুর শহীদ ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে কেশপুর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বৈঠক হয়। করোনা আবহে স্বাস্থ্যবিধি ও সামাজিক, দৈহিক দূরত্ব বজায় রেখে ঈদুজ্জোহা পালনে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের যেভাবে নামাজ হয়েছিল ঠিক একইভাবে নামাজ পড়ার অনুরোধ জানিয়েছেন প্রশাসন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ দায়িত্বে ও নিজ পরিসরে পশু কুরবানীর নির্দেশ দেওয়া হয়েছে। পশু কোরবানির ছবি সোশ্যাল মিডিয়ায় কেউ না পোস্ট করে সেই বিষয়ে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেখানে পশু কোরবানি হবে সেখানে যেন বাচ্চারা না থাকে তার জন্য অনুরোধ করা হয়েছে।


    এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর DSP ট্রাফিক পারভেজ সরফরাজ, C I পথিক চট্টোপাধ্যায়, কেশপুর থানার ওসি সুবীর মাঝি, আনন্দপুর থানার ওসি সুজয় লায়েক , কেশপুর বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুর ব্লক মাইনরিটি সেলের সভাপতি শেখ হাবিবুর রহমান, সমস্ত কেশপুর থানা এলাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির ইমাম সাহেবগন সহ বিশিষ্টরা।